রেফারেল প্রোগ্রামে আপনাকে স্বাগত জানাতে চাচ্ছি না, তবুও কিচ্ছু করার নেই। আমাদের রেফারার লাগবে, তাই আপনি এখানে সুস্বাগত। রেফারেল এর নিয়মাবলী এবং সুবিধাগুলো জানার জন্য প্লিজ দয়া করে নিচের কথাগুলো স্কিপ না করে চোখ বড় বড় করে পড়ে ফেলুন।
অ্যাকাউন্ট খুলুন এবং রেফার করা শুরু করুনঃ
১. একটি বৈধ ইমেইল অ্যাড্রেস এবং আপনার জন্মসনদে/যেকোন প্রাতিষ্ঠানিক আইডি কার্ডে দেওয়া বৈধ নাম ব্যাবহার করে একটি রেফারার অ্যাকাউন্ট এর জন্য আমাদের কাছে বিনীত ভাবে
আবেদন করুন । আবেদন করার পর পরই আপনাকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বরূপ একটি মহামূল্যবান রেফারার কোড ধরিয়ে দেওয়া হবে।
২. সেই কোডটি নিয়ে তারপর বসে থাকুন। কথা দিচ্ছি, বেশিক্ষণ বসতে হবে না। উপর মহল থেকে আবেদন মঞ্জুর হলে এবং আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গেলেই, আপনাকে দেওয়া সেই মহামূল্যবান রেফারার কোডটি ব্যাবহার করে শুরু করে দিতে পারবেন বসে বসে কামাই করার ব্যাবসা!
খবরদার, ভেরিফাইড হবার আগে কোড ব্যাবহার করতে যাবেন না যেন। উপর মহল থেকে মানা আছে! ভেরিফাইড হয়ে গেলেই আপনাকে বড় বড় করে VERIFIED লিখে মেইল পাঠানো হবে। এছাড়াও আপনার একান্ত পার্সনাল রেফারার অ্যাকাউন্টেও ভেরিফাইড স্ট্যাটাস দেখতে পাবেন!
কামাই এর নিয়ম কানুনঃ
১. কাস্টোমার আনুন, বিশ্বাস করুন আমরা কাস্টোমার চাইঃ
যত বেশি পারুন কাস্টোমারদেরকে আমাদের কাছে,
আমাদের অনলাইন সুপারশপে পাঠিয়ে দিন। পাঠানোর আগে আপনার রেফারার কোডটি তাদের ধরিয়ে দিতে ভুলবেন না যেন! আপনার কোড ব্যাবহার করে বহুল আকাঙ্ক্ষিত কাস্টোমারটি আমাদের শপে সাইন আপ করলেই কাস্টোমার চলে যাবে আপনার দখলে আর আপনি পেয়ে যাবেন কাস্টোমার ভাঙ্গিয়ে কামাই করার সুন্দর সুযোগ!
শুনুন, আপনার রেফারেল কোড ব্যাবহার করে কাস্টোমার যখন সাইন আপ করবে তখন আপনার কাস্টোমারটি তার প্রথম অর্ডারে উপভোগ করতে পারবেন ১০% লিমিটলেস শর্তলেস ডিস্কাউন্ট! আর আপনি কি পাবেন?
আপনার রেফারার কোড বসিয়ে আমাদের শপে কাস্টোমারটির খোলা অ্যাকাউন্টটি ব্যাবহার করে তিনি যখন প্রথম বারের মত ১০০০/= টাকা ভ্যালুর সফল একটি অর্ডার সম্পন্ন করবেন, তখনই আপনি কামাই করে ফেলবেন
৫০ টাকার একটি চকচকে মুদ্রা।
দাঁড়ান দাঁড়ান, কামাই এখনো শেষ হয়নি! আপনার রেফার করা ভাল কাস্টোমারটি যদি আমাদের শপে করে ফেলেন ১০০০/= টাকার আরো একটি সফল অর্ডার, তবে আপনার কামাই এ যোগ হবে
আরো কচকচে ১০০টি টাকা! আর সবচেয়ে মজার পার্ট কি জানেন? এই সুখী কাস্টোমারটি তার প্রথম দুইটি সফল অর্ডার সম্পন্ন করার পর থেকে আপনার রেফারার কোড ব্যাবহার করে আমাদের শপে খোলা অ্যাকাউন্ট দিয়ে এই জীবনে যতগুলো সফল অর্ডার সম্পন্ন করবেন সবগুলা অর্ডারের ভ্যালুর
০.৫% সমপরিমাণ টাকা যোগ হবে আপনার কামাইয়ে, একেবারে অটোম্যাটিকালি!
আচ্ছা বলতে ভুলে গেছি, কাস্টোমার অর্ডার করে পেমেন্ট না দিলে কিন্তু সেই অর্ডারকে সফল বলে ধরা হবে না আর আপনারো কিন্তু কামাই হবে না! তাছাড়া, অর্ডারের ভ্যালু কিন্তু সেই অর্ডারের জন্য কাস্টোমারের যত টাকা পেমেন্ট তা থেকে ডেলিভারি চার্জ বাদ দেওয়ার পর যা পাওয়া যাবে সেটাকেই ধরা হবে, ভুল করবেন না যেন!
২. আপনার মত আরো রেফারার কে রেফার করুনঃ
এই যে শুনুন, আপনার মত আরো যারা ভাল মানুষ রেফারার আছেন, তাদেরকেও আপনার রেফারার কোডটি ধরিয়ে দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিন। কেন পাঠাবেন?
পাঠালে যে, আপনি আপনার পাঠানো রেফারারদের কামাই করা টাকার ৫% সমপরিমাণ টাকা পেয়ে যাবেন আপনার কামাই বাক্সে!!! আর, আপনার পাঠানো রেফারারদের কি হবে? তাদেরকেও আমরা ভুলে যাইনি! উপরে বলা শর্তগুলো পূরণ করার পর (কি? নিয়মগুলো ভুলে গেছেন নাকি?) তারা তাদের রেফার করা কাস্টোমারদের সকল সফল অর্ডারের ভ্যালুর ০.৫% কামাই করার পাশাপাশি অতিরিক্ত হিসেবে কামাই করতে পারবেন উক্ত কাস্টোমারদের সকল সফল অর্ডারের ভ্যালুর ০.৪% সমপরিমাণ টাকা!!! সর্বমোট ০.৯%! বাসায় বসে থেকে, কোন কিছুই না করে।
আমরা বিশ্বাস করি- কামাই আপনার, আর সেটা করে দিক অন্য কেউ!